আরএসএসের দ্বিতীয় সঞ্চালক এম এস গোলওয়ালর তাঁর ‘বাঞ্চ অফ থটস' বইতে তেরঙ্গা জাতীয় পতাকার সমালোচনা করেছিলেন। আপত্তি করা হয়েছিল ১৯৪৭ সালে আরএসএস মুখপত্র অর্গানাইজারে পরিষ্কার বলা হয়েছিল এই তেরঙ্গা পতাকাকে হিন্দুরা কখনো সম্মান করবে না । তিন একটি অশুভ সংখ্যা ইত্যাদি বলে। ২০১৫ সালে আরএসএস আরও বলেছিল যে জাতীয় পতাকায় একমাত্র গেরুয়া রং থাকা উচিত। আজ মুদ্রায় যাঁকে ভারতমাতা বলা হল ও তাঁর হাতে যে ঝাণ্ডা তুলে দেওয়া হল তা যে ভারতের ঝাণ্ডা নয় তা সবাই জানেন।
by সুব্রতা ঘোষ রায় | 01 January, 1970 | 202 | Tags : BharatMata Coin 100 Rupee Coin National Flag RSS Centenary